চলে গেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক শ্রাবণ

বণিক বার্তা অনলাইন

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয়  নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণকে কেড়ে নিল কভিড-১৯। পুরো নাম শ্রাবণ রাঠোর। মাত্র ৬৬ বছর বয়সে কোভিডের কাছে হার মেনে চলে গেলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।

বেশ কিছু পূর্বে  কভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন শ্রাবণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু একাধিক জটিল রোগে ভোগার কারণে আশঙ্কাজনক  অবস্থায় হাসপাতালে ভর্তি এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হলেও বাচানো গেল না তাকে।  তাঁর ছেলে সুরকার স়ঞ্জীব রাঠোরও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নব্বই দশকে নাদিম আখতার সাইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রাবণ রাঠোর। বলিউডে নাদিম-শ্রাবণ জুটি হিসেবে পরিচিত ছিলেন তাঁরা। সাজন, আশিকি, দিল হ্যায় কি মানতা নেহি, সড়ক, পরদেশ, দিলওয়ালের মতো অসংখ্য হিট সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন এ দুজন সঙ্গীত পরিচালক।

শ্রাবণের মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন