টেলিহেলথ সেন্টারের প্রতিবেদন

দুই সপ্তাহে করোনা আক্রান্তদের ৩% ভর্তি হয়েছেন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

গত দুই সপ্তাহে যেসব করোনা আক্রান্ত রোগী টেলিমেডিসিন সেবা নিয়েছেন, তাদের মধ্যে মাত্র শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাকি ৯৭ শতাংশ রোগী বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। কভিড-১৯ টেলিহেলথ সেন্টারের গতকালের প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে।

তবে সামগ্রিকভাবে করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার এর চেয়ে কয়েক গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক প্রতিবেদনে। সংস্থাটি বলছে, গত ২৮ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত রোগীদের মধ্যে ৪৮ শতাংশ হাসপাতালে ভর্তির পাঁচদিনের মধ্যে মারা গেছেন। আর ১৬ শতাংশ মারা গেছেন ভর্তির -১০ দিনের মধ্যে। মোট মৃতদের মধ্যে ৫২ শতাংশ উপসর্গ শুরুর পাঁচদিনের মাথায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উপসর্গ শুরুর ১০ দিনের মাথায় হাসপাতালে ভর্তি হন ২৬ শতাংশ এবং ১২ শতাংশ ভর্তি হন উপসর্গ শুরুর ১১-১৫ দিনের মাথায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন