নারায়ণগঞ্জে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের অনুদান দিলেন সেলিম ওসমান

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের কভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৪০ ডাক্তার নার্সসহ স্বাস্ব্যকর্মীদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১২ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এছাড়া কভিড হাসপাতালের ডাক্তারদের যাতায়াতের জন্য দুটি মাইক্রোবাসের ব্যবস্থা করে দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা কভিড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন। এসব স্বাস্থ্যকর্মীর চুক্তির মেয়াদ শেষ হলেও তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে আসছিলেন।

খানপুর কভিড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক উল্লেখ করে সেলিম ওসমান বলেন, কভিড রোগীদের চিকিৎসার জন্য আরো কিছুু করতে হলে সরকারের ঊর্ধ্বতনের সঙ্গে তিনি কথা বলবেন। সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক নিট শিল্পে এখন দুরবস্থা চলছে। দেশের বাইরে এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন তৈরি পোশাক শিল্প এখন সেভাবে চলছে। সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন