ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা

লালমনিরহাটে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করায় আব্দুর রাজ্জাক নামে এক গ্রাম পুলিশকে মারধর গায়ে থাকা গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে ফেলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান খতিব উদ্দিন তার ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের উত্তর সিন্দুর্না এলাকায় তমর চৌপতি নামক স্থানে ঘটনা ঘটে।

সাবেক ইউপি চেয়ারম্যান খতিব উদ্দিন গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাককে মারধরের কথা অস্বীকার করে বলেন, ছোট একটা বিষয়ে নিয়ে তর্ক হয়েছে মাত্র। আমার আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সাজানো নাটক। এর আগেও আমাকে কয়েক বার মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হয়েছিল।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, গ্রাম পুলিশকে মারধরের অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন