অসহায়ের পাশে দাঁড়াতে ‘আইপিডিসি মানবতা’ ডিপোজিট

অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আবারো আইপিডিসি ফাইন্যান্স শুরু করেছে আইপিডিসি মানবতা ডিপোজিট। করোনাভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে দেয়া দ্বিতীয় দফার লকডাউনে খেটে খাওয়া মানুষ তাদের পরিবারের দুঃসময়ে দরিদ্র অসহায় মানুষদের সহায়তায় সবার একটুখানি এগিয়ে আসার সুযোগ করে দিতে গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় নতুন করে শুরু হয়েছে আইপিডিসি মানবতা ডিপোজিট। ডিপোজিটকারী আইপিডিসির সম্মিলিত প্রচেষ্টায় অসহায়ের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ হিসেবে ডিপোজিট চালু করা হয়েছে। ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উভয় প্রকার ডিপোজিটের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে।

আইপিডিসি মানবতা ডিপোজিটের মাধ্যমে আইপিডিসিতে প্রতি লাখ টাকা ডিপোজিটে এক মাসের খাদ্যের জোগান হবে দুটি অসহায় পরিবারের। এক্ষেত্রে ডিপোজিটের ন্যূনতম পরিমাণ লাখ টাকা এবং ন্যূনতম মেয়াদ ছয় মাস। গ্রাহক আইপিডিসির যৌথ প্রচেষ্টায় প্রতি লাখ টাকা ডিপোজিটে ছয় মাস মেয়াদে একটি পরিবারের এক মাসের খাবার পৌঁছে দেয়া হবে। ১২ মাস মেয়াদে দুটি পরিবারের এক মাসের খাবার পৌঁছে দেয়া হবে।  বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন