জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১-এর উদ্বোধন

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১। উপলক্ষে গতকাল স্বাস্থ্যসেবা বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল সভার মাধ্যেমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১-এর উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া জেলা প্রশাসক প্রতিনিধি, জেলা পর্যায়ের সিভিল সার্জনসহ মাঠপর্যায়ের অন্য কর্মকর্তারা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. খলিলুর রহমান। মুজিব বর্ষের উচ্ছ্বাসে, স্বাধীনতার পঞ্চাশেপুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে স্লোগানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। অনুষ্ঠান শেষে সমাপনী ঘোষণা করেন স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবল হক। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন