প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

হুয়াওয়ে আর শীর্ষ ৫ স্মার্টফোন নির্মাতার একটি নয়

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। কিন্তু বিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন নির্মাতা কোম্পানির তালিকা থেকে বাদ পড়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রির ওপর দাঁড়িয়ে শীর্ষ স্মার্টফোন নির্মাতার অবস্থান ধরে রেখেছিল হুয়াওয়ে। কিন্তু স্বদেশি শাওমি, অপো ভিভোর মতো প্রতিষ্ঠান হুয়াওয়েকে টপকে শীর্ষ পাঁচ ফোনের তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ পঞ্চম স্থান দখল করেছে। খবর গ্যাজেটস ৩৬০ ডিগ্রি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী কোটি ৭০ লাখ স্মার্টফোন বিক্রির মাধ্যমে শীর্ষ স্মার্টফোন নির্মাতার ব্র্যান্ড ধরে রেখেছে স্যামসাং। ২০২০ সালের একই প্রান্তিকের কোটি ৮০ লাখ ইউনিটের তুলনায় তা বেড়েছে ৩২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল, যা বিশ্বব্যাপী কোটি ৭০ লাখ আইফোন বিক্রি করেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারের ১৭ শতাংশ অ্যাপলের দখলে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৪ কোটি ইউনিট, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ২৪ শতাংশ, যা ২০১৫-পরবর্তী সর্বোচ্চ প্রবৃদ্ধি। ঘরে বসে কাজ অনলাইন ক্লাস বৃদ্ধিতে স্মার্টফোন বিক্রি বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০২১ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ বাজার শেয়ার ছিল স্যামসাংয়ের। গ্যালাক্সি সিরিজের ফোরজি ফাইভজি ফোন এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ উন্মোচনের জেরে চাঙ্গা ছিল স্যামসাংয়ের স্মার্টফোন বাজার। এছাড়া বিভিন্ন বাজেটের ফোন নিয়ে সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

হুয়াওয়ের অবস্থান পতন হলেও বিশ্ববাজারে নিজেদের অবস্থান জোরদার করছে শাওমি। গত প্রান্তিকে কোটি ৯০ লাখ ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ডে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা বেড়েছে ১০ শতাংশ। ভারত চীনে শক্তিশালী অবস্থানের পাশাপাশি আফ্রিকা, ইউরোপ লাতিন আমেরিকার মতো অঞ্চলগুলোতে বাজার সম্প্রসারণের কারণে শাওমির অবস্থান শক্তিশালী হয়েছে।

চতুর্থ পঞ্চম স্থানে থাকা অপো ভিভো উভয়ের বাজার শেয়ার ছিল ১১ শতাংশ করে। অপো যেখানে কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে সেখানে ভিভোর বিক্রি হয়েছে কোটি ৭০ লাখ ইউনিট। শীর্ষ পাঁচে ভিভোর উত্থানকে বড় চমক হিসেবে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিভোর বিক্রি গত বছরের একই প্রান্তিক থেকে ৮৫ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের বাজার শেয়ার ছিল ৭৬ শতাংশ, গত বছর যেখানে তা ছিল ৭১ শতাংশ।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডা সুই বলেন, ফাইভজি পণ্যের সফলতায় চীনের স্মার্টফোন বাজার ছিল সবচেয়ে চাঙ্গা।

গত প্রান্তিকে চীনের বাজারে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে কোটি ৪০ লাখ ইউনিট। চিপ স্বল্পতা সাপ্লাই চেইনে সংকট শীর্ষ পাঁচ ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রিতে তেমন প্রভাব ফেলেনি। যদিও ছোট প্রতিষ্ঠানগুলোকে তা বেশ ভুগিয়েছে এবং আগামী কয়েক প্রান্তিকেও বেশ ভোগাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন