চীনে মার্চে অ্যালুমিনিয়াম উত্তোলনের রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

ইনার মঙ্গোলিয়ায় (চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল) ধাতু বিগলন কেন্দ্রে জ্বালানি ব্যবহারে চলমান নিষেধাজ্ঞার পরও চীনে অ্যালুমিনিয়াম উত্তোলন বেড়েছে। দেশটির একটি সরকারি নথিতে দেখা গেছে, চলতি বছরের মার্চে চীনে গত বছরের একই সময়ের তুলনায় শিল্প ধাতুটির উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড সর্বোচ্চে। খবর রয়টার্স।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) বলছে, গত মাসের হিসাব অনুযায়ী চীনে প্রাথমিক অ্যালুমিনিয়াম উত্তোলন বছরে দশমিক শতাংশ বেড়ে ৩২ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে। এটি শিল্প ধাতুটির গত বছরের ডিসেম্বরে উত্তোলনের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সময় ধাতুটির উত্তোলন হয়েছিল ৩২ লাখ ৭০ হাজার টন।

এদিকে মাসিক উত্তোলন বাড়লেও অ্যালুমিনিয়ামের দৈনিক উত্তোলন কিছুটা অপরিবর্তিত রয়েছে। দৈনিক উত্তোলনের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারির তুলনায় মার্চে অ্যালুমিনিয়ামের উত্তোলন স্থবির ছিল।

এনবিএসের দেয়া তথ্য বিশ্লেষণে রয়টার্স বলছে, বছরের প্রথম দুই মাসে ধাতুটির দৈনিক উত্তোলন লাখ হাজার ৮০০ থেকে লাখ হাজার ৩০০ টনের মধ্যে ওঠানামা করেছে। এনবিএস সমন্বিতভাবে দুই মাসের তথ্য দিলেও প্রতি মাসের বিস্তারিত তথ্য জানায়নি।

এদিকে অ্যালুমিনিয়াম গলানোর জন্য নতুন করে প্রকল্প অনুমোদন বন্ধের ঘোষণায় গত মাসে ইনার মঙ্গোলিয়ার বাজারগুলো বিশৃঙ্খল হয়ে ওঠে। যেখানে মঙ্গোলিয়ার সবচেয়ে বড় শহর বাউতুর প্রশাসন জানায়, তারা জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে কিছুসংখ্যক শিল্প-কারখানার উত্তোলন বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে।

এনবিএস বলছে, চীনে অ্যালুমিনিয়ামের পাশাপাশি ১০টি অবিমিশ্রিত ধাতুর উত্তোলন বেড়েছে। এগুলো হলো কপার, লিড, জিংক, নিকেল, টিন, অ্যান্টিমনি, মারকিউরি, ম্যাগনেশিয়াম টিটেনাম। এসব ধাতুর উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক শতাংশ বেড়ে দশমিক ৪৮ মিলিয়ন টনে পৌঁছেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন