মহামারীর কারণে টোকিও মোটর শো বাতিল

বণিক বার্তা ডেস্ক

নভেল সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে টোকিও মোটর শো-২০২১ বাতিল ঘোষণা করেছেন জাপানের গাড়ি নির্মাতারা। টয়োটার সভাপতি জাপান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অকিও তোয়োডা খবর নিশ্চিত করেছেন। খবর ব্লুমবার্গ।

সংবাদ সম্মেলনে অকিও তোয়াডা বলেন, প্রতি দুই বছর পর জাপানে মোটর শোয়ের আয়োজন করা হয়। তবে এবার আয়োজন করা কঠিন হয়ে পড়বে। কেননা মহামারীর সময়ে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই কষ্টসাধ্য।

তিনি বলেন, টোকিও মোটর শো পেছানো নয়, বরং বাতিল করা হবে। কারণ এত মানুষের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা আয়োজকদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। 

সর্বশেষ মোটর শোয়ের আয়োজন করা হয় ২০১৯ সালে। সপ্তাহেই সাংহাই মোটর শোয়ের আয়োজন করছে চীন। 

তোয়াডা বলেন, শোতে ১৩ লাখ মানুষ অংশগ্রহণ করে। তাই আমরা এটা অনলাইনে আয়োজন করতে চাই না। আমরা চাই মানুষ সরাসরি এতে অংশগ্রহণ করুক। এজন্যই বছর আয়োজনটি বন্ধ রাখা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন