অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করছে ইইউ

বণিক বার্তা ডেস্ক

প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি সপ্তাহের শেষের দিকেই মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ২৭ দেশের জোট। খবর ব্লুমবার্গ।

ইইউর এক কর্মকর্তার মতে, আইনানুগ পদক্ষেপের জন্য সব দেশের সম্মতির প্রয়োজন। এজন্য ব্লকের রাষ্ট্রদূতরা কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। বিষয়ে তাত্ক্ষণিকভাবে অ্যাস্ট্রাজেনেকার মন্তব্য পাওয়া যায়নি। আইনি পদক্ষেপের বিষয় নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে পলিটিকো।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে ইইউতে ১২ কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি ছিল অ্যাস্ট্রাজেনেকার। তবে সংস্থাটি সময়ে মাত্র তিন কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। টিকা সরবরাহে ঘাটতি সত্ত্বেও ইইউ ব্লকজুড়ে পুরোদমে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে।

বর্তমানে ফাইজার-বায়োএনটেক ব্লকে চলতি বছরের মধ্যে ৬০ কোটি ডোজ টিকা সরবরাহ করার পরিকল্পনা করছে। প্রান্তিকে প্রতিশ্রুত সময়ের আগে ফাইজার কিছু টিকা সরবরাহ করতে চায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন