রাজধানীতে গণপরিবহন ছাড়া সবকিছুই চলছে

বিধিনিষেধ মানতে অনীহা

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় ধাপ শুরু হয়েছে আজ এক সপ্তাহের এই বিধিনিষেধ চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক না হতেই বিধিনিষেধ ভেঙ্গে রাস্তায় নেমে পরেছেন মানুষ গণপরিবহন আর শপিংমল বন্ধ ছাড়া চলছে সবকিছু যেন স্বাভাবিক হতে শুরু করেছে

আজ বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান, নিউ মার্কেট, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বেশ কিছু এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে

এসব এলাকায় গণপরিবহন না থাকলেও চলছে রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাক্তিগত গাড়িঅনেকটা স্বাভাবিকভাবেই চলছে এসব পরিবহন। দৃশ্য দেখা বোঝার উপায় নেই বিধিনিষেধের কড়াকড়ি চলছে।

অন্যদিকে শপিং মল না খুললেও বিভিন্ন এলাকায় খোলা রয়েছে দোকানপাট। ফার্মেসি, খাবারের দোকান ছাড়াও জরুরি প্রয়োজনের বাইরে থাকা এসব দোকানে স্বাভাবিক বেচা-কেনা চলছে স্বাভাবিকভাবেই। কয়দিন আগেও পুলিশের নিয়মিত টহল থাকলেও  আজ সেই তৎপরতা দেখা যায়নি।

এছাড়া, মানুষ অপ্রয়োজনেও রাস্তায় বের হচ্ছে, পাড়া-মহল্লায় উঠতি বয়সীদের আড্ডাও থেমে নেই। কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি ভুলে ভীড় জমিয়ে চলে কেনাকাটা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন