পায়ে হেঁটে ঢাকায় ঢুকছে মানুষ

বণিক বার্তা অনলাইন

তৃতীয় দফা কঠোর বিধিনিষেধের প্রথম দিনে বাড়তে শুরু করেছে রাজধানীমুখী মানুষের চাপ বৃহস্পতিবার ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা ব্রিজে এমন চিত্র দেখা গেছে

আজ সকাল থেকে হাজারো মানুষ পায়ে হেঁটে পোস্তগোলা ব্রিজ পার হয়েছেনকথা বলে জানা গেছে, এদের অনেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার বাসিন্দা

তারা বলছেন, সর্বাত্মক লকডাউন আরো এক দফা বেড়ে যাওয়ায় মাওয়া হয়ে ঢাকা এসেছেন কাজের খোঁজে। আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে হলেও কাজে নামতে চান এসব মানুষ

এসময় কথা হয় মাদারিপুর থেকে  আসা মফিজুল হকের সঙ্গে, তিনি বলেন, অনেক কষ্টে ঢাকা পর্যন্ত এলাম। রাস্তায় একটু পর পর পুলিশের টহল। রিকশায়, ভ্যানে, সিনজিতে চড়ে মাদারীপুর থেকে এখানে এসেছি।

রবিন শেখ বলেন, আমি এসেছি শরিয়তপুর থেকে। কেরানীগঞ্জ আসার পর পুলিশ আটকে দিয়েছে। ফলে পায়ে হেঁটে পোস্তগোলা ব্রীজ পার হয়েছি

বাইরের জেলা থেকে ঢাকায় মানুষ প্রবেশ করছে টের পেয়ে পোস্তগোলা ব্রীজে রিক্সা, ভ্যান ও প্রাইভেটকার আটকে দেয় পুলিশ। এর ফলে নিয়মিত চলাচলকারীরাও  ভোগান্তিতেরেছেন

যানবাহন চলাচল করতে না দেয়ায় ভোগান্তিতে পরেছেন স্থানীয়রাও। কেরাণীগঞ্চের শিব্বির নামে এক ব্যক্তি  জানান, স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন তিনি কিন্তু, যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে  তাদের। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন