পাকিস্তানে বোমা হামলায় ৪ জন নিহত

তালেবানদের দায় স্বীকার

বণিক বার্তা অনলাইন

পাকিস্তানের বেলুচিস্তানের একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায়  চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই হোটেলে অবস্থানরত পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতই ছিলেন হামলার প্রধান লক্ষ্য। সেরেনা হোটেলেগাড়ি পার্কিংয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিবিসি।

চীনা রাষ্ট্রদূত নঙ রং আফগান সীমান্তের পাশে বেলুচিস্তান প্রদেশের কোয়েটাতে অবস্থান করছিলেন। তবে হামলার সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লানগো।

পাকিস্তানি তালেবানরা এই হামলার দায় স্বীকার করলেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমদ পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ টিভিকে বলেন, ‘বিস্ফোরকে পরিপূর্ণ একটি গাড়ি সেখানে বিস্ফোরিত হয়। এটা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন