মনের বন্ধু ও ইউল্যাবের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা চুক্তি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সেবা দেয়ার লক্ষ্যে মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান মনের বন্ধুর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় দি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ (ইউল্যাব) সম্প্রতি ইউল্যাব মনের বন্ধু চুক্তি স্বাক্ষর করে। এতে মনের বন্ধুর মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শকরা শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নতির জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা এবং মনের বন্ধুর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাওহীদা শিরোপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

শিক্ষার্থীদের সামনে মনের বন্ধুর প্রাথমিক কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্য ব্যক্তিগত উন্নয়নবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির সামাজিক মননবিষয়ক পরামর্শক কাজী রোমানা হক। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন