কম্পিউটার ও আইফোনে এক্সবক্সের ক্লাউড গেম চালাবে মাইক্রোসফট

বণিক বার্তা ডেস্ক

উইন্ডোজ টেনের কম্পিউটার এবং অ্যাপলের আইফোন আইপ্যাডে ক্লাউড গেমিং সার্ভিসের বেটা ভার্সন উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফটের গেমিং ডিভিশন এক্সবক্স। গতকাল থেকে চালু হওয়া ফিচার ব্যবহারের মাধ্যমে কনসোল ব্যবহার করা ছাড়াই ব্যবহারকারীরা তাদের ডিভাইসের মাইক্রোসফট এজ, গুগল ক্রোম অথবা অ্যাপলের সাফারি ইন্টারনেট ব্রাউজারে এক্সবক্সের ১০০-এর বেশি গেম খেলতে পারবেন এবং পাস স্থানান্তর করতে পারবেন। অবস্থান এবং ডিভাইসের ক্ষেত্রে যাতে কোনো বাধা না থাকে তা দূর করতেই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্স।

সম্প্রতি এক ব্লগপোস্টে এক্সবক্স ক্লাউড গেমিং সার্ভিসের প্রধান ক্যাথেরিন গ্লাকস্টেইন বলেন, যারা এক্সবক্স গেম পাসের আল্টিমেট মেম্বার শুধু তারাই বেটা ভার্সন খেলতে পারবেন। তাদের কাছে একটি নিমন্ত্রণ পাঠানো হবে।

গত সেপ্টেম্বরে মাইক্রোসফট তাদের এক্সবক্স ক্লাউড গেমিং সার্ভিস চালু করে। নতুন ব্যবহারকারীদের জন্য মাসিক চার্জ ধরা হয়েছিল ডলার। মূলত ক্যাজুয়াল গেমারদের আকৃষ্ট করতে এবং সনি গ্রুপ করপোরেটেডের সঙ্গে প্রতিযোগিতায় আসতেই উদ্যোগ গ্রহণ করে এই টেক জায়ান্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন