উইসকনসিনের প্রজেক্ট থেকে সরে আসছে ফক্সকন

বণিক বার্তা ডেস্ক

উইসকনসিনে হাজার কোটি ডলারের কারখানা নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসছে তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রকল্পকে একসময় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে ঘোষণা দিয়েছিলেন। খবর রয়টার্স।

সম্প্রতি উইসকনসিন প্রদেশের সঙ্গে এক চুক্তিতে প্রতিষ্ঠানটি হাজার কোটি ডলার বিনিয়োগের পরিবর্তে ৬৭ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে সেখানে ১৩ হাজার কর্মসংস্থানের সংখ্যা কমে হাজার ৪৫৪-তে নেমে আসবে।

২০১৭ সালের জুলাইয়ে হোয়াইট হাউজে সর্বপ্রথম ফক্সকন উইসকনসিনের চুক্তি ঘোষণা করা হয়। যেখানে ট্রাম্প উদ্যোগকে তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নের অন্যতম একটি উদ্যোগ বলে ঘোষণা দিয়েছিলেন। চুক্তির ভিত্তিতে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফক্সকন বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। উইসকনসিনে এটি দুই কোটি বর্গকিলোমিটার জায়গাজুড়ে তাদের কারখানা নির্মাণ করতে চেয়েছিল। যেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহিরাগত কোনো প্রতিষ্ঠানের সর্বাধিক বিনিয়োগের রেকর্ড সৃষ্টি করত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন