হারমনিওএস-ভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ি উন্মোচন হুয়াওয়ের

পাঁচটি স্ব-চালিত গাড়ির প্রযুক্তি উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস। এর মধ্যে একটি হারমনিওএস অপারেটিং সিস্টেম চালিত। প্রযুক্তি দিয়ে ব্যাপকভাবে স্ব-চালিত গাড়ি উৎপাদনে সংস্থাটি গাড়ি নির্মাতাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। প্রকল্প হুয়াওয়ের ২০২১ সালে স্ব-চালিত বিদ্যুৎ চালিত যানবাহনের গবেষণায় ১০০ কোটি ডলার বিনিয়োগের অংশ। অনুষ্ঠানে সংস্থাটি দুই সংস্করণের গাড়ি উন্মোচন করে। একটি হুয়াওয়ের ইন্টেলিজেন্ট অটোমোটিভ সলিউশন বিজনেস ইউনিটের যৌথ উদ্যোগে নির্মিত প্রিমিয়াম বিদ্যুৎ চালিত গাড়ি আর্কফক্স আলফা এস এবং অন্যটি চীনের রাষ্ট্রীয় গাড়ি নির্মাতা বিএআইসি গ্রুপের আর্কফক্স উভয় সংস্করণের গাড়িতেই হারমোনিওএস লোগো লাগানো ছিল। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে নিজেদের স্মার্টফোনে গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে না পেরে হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস তৈরি করেছে।             নিক্কেই এশিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন