শ্রীলংকা-বাংলাদেশ প্রথম টেস্ট

তামিমের ব্যাটে প্রথম সেশনে কর্তৃত্ব বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই ৮ রানের মাথায় ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বসে বাংলাদেশ। শুরুর এই ধাক্কায় মোটেও ভীতসন্ত্রস্ত হয়নি টাইগাররা। উল্টো ড্যাশিং ওপেনার তামিম ইকবাল স্বভাবসুলভ মারমুখী ব্যাটিংয়ে শুরুর এই চাপকে উড়িয়ে দিলেন। তার রাজসিক ব্যাটিংয়ে প্রথম সেশনে কর্তৃত্ব করল বাংলাদেশই। ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান তামিমরা। 

আগ্রাসী ব্যাটিংটা তামিম সব সময়ই উপভোগ করেন, তা দল বিপর্যয়ে থাকুক আর নাই থাকুক। সব ফরম্যাটেই তিনি মেরে খেলতে ভালোবাসেন। আজ ক্যান্ডিতেও তিনি সহজাত স্টাইলে ব্যাটিং করেন। তার ব্যাটে ভর করেই ১২ ওভারের আগেই বাংলাদেশ স্কোরবোর্ডে পেয়ে যায় ৫০ রান। আর তামিমের হাফ সেঞ্চুরি আসে মাত্র ৫৩ বলের কনকর্ডে চেপে। 

মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার সময় তামিম অপরাজিত থাকে ৭২ বলে ৬৫ রান নিয়ে। ৮৬ বলে ৩৭ রান করে তাকে যোগ্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইনিংসটি সাজিয়েছেন ১২ বাউন্ডারিতে, আর শান্ত বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন ৫ বার। 

এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনায়ক মুমিনুল হক। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন