ঢিলেঢালা লকডাউন

পাড়া-মহল্লায় খোলা দোকানপাট

বণিক বার্তা অনলাইন

মহামারী করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিন আজ। প্রথম দিকে নিয়ন্ত্রিত চলাচল ও প্রশাসনের তদারকি থাকলেও সময় যত বাড়ছে তত শিথিল হচ্ছে বিধিনিষেধ

জ বুধবার রাজধানীর পান্থপথ, কাঁঠালবাগান, বাংলামোটর, মগবাজার, মৌচাক, মালিবাগসহ বেশ কিছু এলাকায় এমন পরিস্থিতি দেখা গেছে।এসব এলাকা চেকপোস্টে উদাসীন পুলিশ। কখনো দু’একটা ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চেক করলেও অধিকাংশ সময়ই তাদের তৎপরতা চোখে পড়েনি।

কাঁঠালবাগান ও বাংলামোর এলাকা নামমাত্র লকডাউনও চোখে পড়েনি। এসব এলাকায় ফার্মেসি খাবারের দোকান ছাড়াও অনেক দোকানপাট খোলা রয়েছে। এছাড়া মানুষজন চলাফেরা করছে যে যার মতো; অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই অথবা সঠিকভাবে ব্যবহার করছে না।

এছাড়া অন্যান্য দিনের মতো আজও ঢাকার প্রধান সড়কগুলোতে রয়েছে রিক্সার দাপট। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীন দেখা যায় অনেক রিকশা চালকদের। কিছু চেকপোস্টে রিক্সার গতিরোধ করলেও বাকি এলাকাগুলোতে চলছে বাঁধাহীন।

বুধবার সকালে রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে ঘুরে চোখ পড়ে উদাসীনতার স্বর্গরাজ্য। দর কষাকষিতে ক্রেতারা ভুলে গেছেন স্বাস্থ্যবিধি বা শারীরিক দূরত্বের কথা,  বেচা-বিক্রির জোয়ারে মাস্ক ব্যবহার করা বিক্রেতাদের কাছে যেন বাড়তি ঝক্কি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন