বুয়েটের পুরকৌশল ভবন জামিলুর রেজা চৌধুরীর নামে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে . জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন নামকরণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুয়েট পুরকৌশল ভবনের নাম অধ্যাপক . জামিলুর রেজা চৌধুরীর নামে নামকরণ করার জন্য বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলতি বছরের ২৯ জানুয়ারি উপাচার্য বরাবর একটি আবেদন করা হয়। বিষয়ে উপাচার্য অধ্যাপক . সত্যপ্রসাদ মজুমদার উপ-উপাচার্য অধ্যাপক . আব্দুল জব্বার খান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ পুরকৌশল অনুষদের ৫৮তম সভায় উল্লিখিত বিষয়ে সর্বসম্মতিক্রমে পুরকৌশল ভবনের নাম . জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন নামকরণের প্রস্তাব গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত এপ্রিল অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে পুরকৌশল ভবনের নাম . জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন নামকরণের ওই প্রস্তাব অনুমোদিত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন