কভিড-১৯ মহামারী

বিধিনিষেধ বাড়ল ২৮ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (লকডাউন) সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিভাগের মাঠপ্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের নির্দেশনার ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের বিধিনিষেধ শুরু হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

জানা যায়, সাম্প্রতিক করোনা সংক্রমণ পরিস্থিতির প্রেক্ষাপটে গত রোববার চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানোর সুপারিশ করে কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিষয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় একটি সভা হয়। ওই সভায় বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ চলাকালে পালনের জন্য ১৩টি নির্দেশনা প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপের বিধিনিষেধেও নির্দেশনা কার্যকর থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন