ডিএসসিসি ও ডিএনসিসির অভিযানে ৩২ মামলা

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আওতায় আরোপিত বিধিনিষেধ তদারকিতে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২টি মামলায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একযোগে ডিএসসিসির ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। অঞ্চল - --এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি বিভাগের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতগুলোর নেতৃত্ব দেন।

অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করা, স্বাস্থ্যবিধি ভঙ্গ করা, অনুমোদনবিহীন দোকানপাট খোলা রাখা মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৩টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করাসহ অন্যান্য অপরাধে ১৯টি মামলায় ৯১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে চারটি মামলায় ৭৫ হাজার টাকা, নম্বর অঞ্চলের ৩৯ ৪০ নম্বর ওয়ার্ডে ১৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের ৪২ নম্বর ওয়ার্ডে দুটি মামলায় ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৯টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৯১ হাজার ১০০ টাকা।

সময় সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন