করোনায় কর কমিশনার আলী আসগরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো. আলী আসগর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন) তিনি ত্রয়োদশ বিসিএসের কর কাডারের একজন মেধাবী, দক্ষ চৌকস কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-- কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এনবিআরের আয়কর বিভাগের সূত্রমতে, বিসিএস (ট্যাক্সেশন) ত্রয়োদশ ব্যাচের মেধাবী কর্মকর্তা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে এক কমিশনার, এক উপকমিশনার, এক সহকারী কমিশনারসহ নয়জন মারা গেছেন।

প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মুমেন জানান, আলী আসগরের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন