দাগনভূঞায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীর দাগনভূঞায় কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। ছিলোনীয়া এলাকায় অভিযান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনে প্রশাসনের কড়াকড়ি থাকায় দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে রাতে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছিলোনীয়া এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। সময় কৃষি জমির মাটি কাটার সময় হাতেনাতে আটক আবুল কালাম আজাদকে লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, দিন বা রাত নয়। যেখানে যখন কৃষি জমির মাটি কাটার খবর পাওয়া যাবে, সেখানেই তাত্ক্ষণিক অভিযান চালানো হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন