বগুড়ায় প্রণোদনা পেলেন ৯ হাজার আউশচাষী

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়া জেলায় এবার আউশ চাষে নয় হাজার কৃষককে ৭৮ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একজন কৃষক এক বিঘার জন্য প্রণোদনা পাবেন। দেশে চালের ঘাটতি মেটাতে কৃষি বিভাগ প্রণোদনা দিয়ে কৃষকদের আউশ চাষে উৎসাহ দিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে।

বগুড়া জেলা কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় এবার ২৯ হাজার ২৩৫ হেক্টর আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ কমরছে, যা থেকে ৭৫ হাজার ৮০০ টন চাল উৎপাদন হবে। এরই মধ্যে আউশ বীজতলা তৈরির কাজ শুরু হয়ে গেছে। আগামী মে মাসে ধান রোপণ শুরু হবে। নয় হাজার কৃষককে যে পৌনে ৭৮ লাখ টাকার প্রণোদনার কৃষি উপকরণ দেয়া হচ্ছে তাতে একজন কৃষক পাবে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, বৃষ্টি আউশ চাষের জন্য উপকারী। যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে এবার আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এখন অনাবৃষ্টির কারণে কৃষকরা সেচ দিয়ে বীজতলা প্রস্তুত করছেন। তবে বৃষ্টি হলে সমস্যা দূর হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন