আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমেছে হিলিতে

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধিতে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে - টাকা কমেছে। একদিন আগেও কেজিপ্রতি ২৫-২৬ টাকা দামে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২২ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) কম থাকায় আমদানি কমে কয়েক দিন ধরে গড়ে চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। অন্যদিকে চলতি মাসেই অবশিষ্ট আইপির মেয়াদ শেষ হচ্ছে জেনে আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে হিলি স্থলবন্দর দিয়ে গগতকাল একদিনেই ১৪ ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে।

অন্যদিকে দরবৃদ্ধির আশঙ্কায় অনেকেই রমজানের শুরুতে চাহিদামাফিক পেঁয়াজ কিনে রাখে। কারণে আগের তুলনায় পেঁয়াজের চাহিদা কমেছে। ফলে কমেছে নিত্যপণ্যটির দামও।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, চাহিদার তুলনায় বাড়তি পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় গতকাল অর্ধেক পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়নি, যা বন্দরের ভেতরে আটকা পড়ে আছে।

রাশেদ হোসেন বলেন, নতুন করে আইপি দিলে পেঁয়াজের দাম আরো কমবে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম ২০ টাকার নিচে নেমে আসবে।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সোমবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে আমদানিকারকরা খালাস নিয়েছেন সাত ট্রাক। বাকি সাত ট্রাক পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা পড়ে রয়েছে। এর আগের দিন বন্দর দিয়ে তিন ট্রাকে ৯০ টন পেঁয়াজ আমদানি হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন