২৪০ কোটি ডলার লোকসানে ইউনাইটেড এয়ারলাইনস

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকার ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) বিপুল লোকসানের মুখে পড়েছে ইউনাইটেড এয়ারলাইনস। জ্বালানি ব্যয় বৃদ্ধি কভিড-১৯ মহামারীর অব্যাহত প্রভাবে কম ফ্লাইট পরিচালিত হওয়ায় ২৪০ কোটি ডলার নিট লোকসান গুনতে হচ্ছে সংস্থাটিকে। যেখানে বিশ্লেষকরা ১২৩ কোটি ডলার লোকসানের পূর্বাভাস দিয়েছিলেন। খবর রয়টার্স।

সংস্থাটি জানিয়েছে, সময়কালে জ্বালানি ব্যয় আগের তিন মাসের তুলনায় ৩০ শতাংশ বা প্রতি গ্যালন দশমিক ৭৪ ডলার বেড়েছে। পাশাপাশি যাত্রী সংখ্যা ২০২০ সালের একই সময়ের তুলনায় প্রায় ৫২ শতাংশ কমে গেছে। দ্বিতীয় প্রান্তিকে জ্বালানি ব্যয় আরো শতাংশ বৃদ্ধির আশঙ্কা করছে সংস্থাটি। মার্কিন উড়োজাহাজ সংস্থা অবশ্য চলতি বছরের শেষে লাভজনক অবস্থায় ফেরার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলেছে, আরো বেশি লোক ভ্রমণ করতে ইচ্ছুক হওয়ায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন