সুপার লিগ সৃষ্টি নিয়ে বিভক্ত ইউরোপ

বণিক বার্তা অনলাইন

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলছেন, ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) সৃষ্টি করা হয়েছে ফুটবলকে বাঁচাতে অন্যদিকে এই লিগকে লজ্জাকর, স্বার্থপর পরিকল্পনা এবং ফুটবলপ্রেমীদের মুখে থুথু নিক্ষেপ হিসেবে দেখছেন ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন

 

১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালের প্রেসিডেন্ট পেরেজের যুক্তি হলো, মানহীন ফুটবলের কারণে তরুণ মানুষজন এখন আর ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছে না এবং কারণেই পদক্ষেপটি নেয়া হয়েছে এর বিরোধিতা নিয়ে তিনি বলেন, যখনই কোনো উদ্যোগ আসবে তখনই কিছু মানুষ এর বিরোধিতা করবে ১৯৫০ এর দশকে একই পরিস্থিতি ছিল নতুন ইউরোপিয়ান কাপের বিরুদ্ধে ছিল উয়েফা ফিফা, কিন্তু ওই প্রতিযোগিতাটি ফুটবলকে পাল্টে দিয়েছিল

 

পেরেজদের এই উদ্যোগ মূলত বড় দলগুলোর আয় বাড়ানোর উদ্দেশে তারা মনে করেন, উয়েফার অধীনে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগ খেলে ইউরোপের বড় দলগুলো প্রাপ্য রাজস্ব পায় না স্প্যানিশ টিভি শো এল চিরিংগুইতো ডে জুগোনেসকে তিনি বলেন, সংকটময় মুহূর্তে আমরা ফুটবলকে বাঁচাতেই এটা করছি আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই এগিয়ে যাই তবে এর প্রতি মানুষের আগ্রহ কমতেই থাকবে এবং একটি সময় আর থাকবেই না বলা হচ্ছে, ২০২৪ সালে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট অদ্ভূত ২০২৪ সালে তো আমরা সবাই মৃত থাকব

 

সেফেরিন পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন, নতুন সৃষ্টি এই লিগে যারা খেলবে তাদের বিশ্বকাপ ইউরোতে নিষিদ্ধ করা হবে

১২টি ক্লাব আপাতত এই লিগে যোগ দিতে সম্মত হয়েছে ইংল্যান্ডের শীর্ষ ছয়টি ক্লাব (ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল টটেনহাম) ছাড়াও স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ইতালির জুভেন্টাস, এসি মিলান ইন্টার মিলান লিগে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে

 

৩২ দলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দলসংখ্যা বাড়িয়ে ৩৬ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন সেফেরিন, যিনি ২০১৬ সাল থেকে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এমনই পরিস্থিতিতে ইএসএল সৃষ্টি নিয়ে ইউরোপিয়ান ফুটবলে তুলকালাম তিনি লিগটিকে অবজ্ঞাই করছেন সেফেরিন বলেন, এই অর্থহীন প্রকল্পের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ লজ্জাকর, স্বার্থপর আর লোভের বশবর্তী হয়ে পড়া এই প্রকল্পের বিরুদ্ধে আমরা লড়াই করব এটা হাস্যকর এক পরিকল্পনা, সম্পূর্ণরূপেই ফুটবলের বিরুদ্ধে আমরা এই পরিবর্তন হতে দিতে পারি না এবং দেবও না

তিনি আরো বলেন, এই লিগের হয়ে যেসব দল অংশ নেবে এবং তাদের হয়ে যেসব খেলোয়াড় খেলবে তাদের বিশ্বকাপ ইউরোপে নিষিদ্ধ করা হবে আমরা প্রত্যেককে আহ্বান করব যেন আমাদের সঙ্গে একাত্ম হয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়, আমরা কখনই এটাকে ফলপ্রসু হতে দেব না

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ ইউরোপের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ইউরোপিয়ান সুপার লিগ সৃষ্টিকে ভালো চোখে দেখছেন না এবং তারা একে ফুটবলের জন্য ক্ষতিকর পদক্ষেপ হিসেবে দেখছেন

সূত্র: বিবিসি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন