চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে পাবনা, ময়মনসিংহ, রাঙ্গামাটি সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

পাবনা: ঈশ্বরদী উপজেলায় ট্রাক উল্টে তিনজন নিহত অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লক্ষ্মীকুণ্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। আলহাজ মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ব্যবসায়ীরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রামাণিক, মতিয়ার শাহ জয়পুরহাটের শুকুর আলী মারা যান।

ময়মনসিংহ: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডসংলগ্ন শান্তিনগর এলাকায় বালিবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্পসংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লীর বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে সুজন মিয়া (২৮) সুরুজ আলীর ছেলে সুমন মিয়া (১৩)

এদিকে ময়মনসিংহ নগরীর পাঁচমাইল এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জুবায়ের হোসেন বুলবুল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। জুবায়ের হোসেন বুলবুল ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার সামছুদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহের ফুলপুর শাখা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রোববার বিকালে জুবায়ের হোসেন বুলবুল ব্যাংকের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নগরীর পাঁচমাইল এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন বুলবুল। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার তথ্য নিশ্চিত করেন।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি ফল বোঝাই মিনি ট্রাক পাহাড়ি খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মো. সবুজ।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী ফল বোঝাই মিনি ট্রাকটিতে তিনজন ছিলেন। এর মধ্যে চালক মারা গেছেন, অন্য দুজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ: শাহজাদপুরে নছিমন মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন। রোববার রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন