নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের অনুমোদিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ১১ পয়সা। হিসাবে সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস কমেছে ১৮ দশমিক ৯৭ শতাংশ। ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩৪ টাকা ৩০ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা পেট্রোলিয়াম। ২০১৮ হিসাব বছরে ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন