মিসরের চিনি উৎপাদন সক্ষমতা বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর মিসরের চিনি উৎপাদন সক্ষমতা বেড়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে চিনি মজুদ করছে দেশটি। সম্প্রতি মিসরের সরবরাহ মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে মিসরে পর্যাপ্ত পরিমাণে চিনি মজুদ রয়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় চিনির মজুদ বাড়ানো হয়েছে। আগামীতে চিনি উৎপাদনে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খবর রয়টার্স।

সরবরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বর্তমানে চিনি উৎপাদনে নিজস্ব সক্ষমতার পর্যায়ে উন্নীত হয়েছে মিসর। প্রথমবারের মতো চিনির অভ্যন্তরীণ চাহিদার ৯০ শতাংশ পূরণ করতে সক্ষম হয়েছে দেশটি। চাহিদার অবশিষ্ট চিনি শিগগিরই আমদানি করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে মিসরীয় চিনির রাষ্ট্রীয় ক্রয়প্রতিষ্ঠান ইজিপসিয়ান সুগার অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানি (ইএসআইআইসি) সম্প্রতি ব্রাজিল থেকে এক লাখ টন চিনি আমদানির টেন্ডার ঘোষণা করে। ২৪ এপ্রিলের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। আগামী ২১ মে থেকে জুনের মধ্যেই ৫০ হাজার টন চিনি আমদানির পরিকল্পনা রয়েছে মিসরের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন