মরিনহোকে বরখাস্ত করল টটেনহাম

ক্রীড়া ডেস্ক

পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করল ইংলিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পার্স লন্ডনের ক্লাবটিতে দায়িত্ব গ্রহণের ১৭ মাসের মাথায় চাকরি গেল এই কোচের

আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনোর জায়গায় মরিনহোকে কোচের দায়িত্ব দিয়েছিল টটেনহাম ২০১৯ সালের নভেম্বরে তিনি স্পার্সদের কোচের দায়িত্ব নেন গত মৌসুমে তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান পায় টটেনহাম চলতি মৌসুমে টটেনহাম রয়েছে প্রিমিয়ার লিগ টেবিলের সাত নম্বরে সর্বশেষ তিন ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট তুলে নিতে সমর্থ হয়েছে তারা দলটি গত মাসে ইউরোপা লিগ থেকেও বিদায় নিয়েছে

আগামী রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টটেনহাম তার আগে কোচ বিদায় করল স্পার্সরা


ইংলিশ প্রিমিয়ার লিগে এটা ছিল মরিনহোর তৃতীয় বড় ক্লাব এর আগে চেলসি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত দ্বিতীয় দফায় চেলসির কোচ ছিলেন মরিনহো চেলসিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার আগে তিন বছর কোচ ছিলেন রিয়াল মাদ্রিদের ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল ম্যানইউর ডাগআউটে দেখা যায় তাকে সেখানেও ছাঁটাইয়ের শিকার হন তিনি পরে ২০১৯ সালে তাকে নিয়োগ দেয় টটেনহাম দলটির হয়ে ভালো কিছু করতে পারেননি, তাই বিদায়ও সুখকর হলো না


বর্নাঢ্য কোচিং ক্যারিয়ারে চেলসিকে তিনটি, ইন্টার মিলানকে দুটি, রিয়াল মাদ্রিদকে একটি পোর্তোকে দুটি লিগ শিরোপা জেতান মরিনহো এছাড়া তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে পোর্তো ইন্টার 

সূত্র: বিবিসি

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন