২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল থেকে মার্কেট-শপিংমল ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা প্রণোদনার দাবিও করেছেন ব্যবসায়ী নেতারা। গতকাল নিউমার্কেটে অবস্থিত দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন।

লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, গত এক বছর নভেল করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত বছরের ১৮ মার্চ দেশে যখন প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন আমরা স্বেচ্ছায় দোকান মালিকরা ২৫ মার্চ থেকে সবকিছু বন্ধ করে দিই। এর পরদিন অর্থাৎ ২৬ মার্চ থেকে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করে। তখন থেকেই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে চরম অর্থনৈতিক দুর্দশা নেমে আসে।

প্রণোদনার বিষয়ে সভাপতি বলেন, শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন বোনাসের ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রদান করার দাবি জানাচ্ছি।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়াসহ ঢাকা মহানগর (উত্তর দক্ষিণ) দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে আট দিনব্যাপী সর্বাত্মক লকডাউনের গতকাল পঞ্চম দিন ছিল। এর আগে এপ্রিল থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করলে ওইদিনের আগের দিন থেকেই নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করে আসছিলেন। দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা দোকান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করলে সরকার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দোকান খুলে দেয়ার অনুমতি দেয়। ১৪ এপ্রিল থেকে চলমান আটদিনের লকডাউন ২১ এপ্রিল মধ্যরাতে শেষ হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন