ভারতের পাম অয়েল আমদানি ৫৬ শতাংশ বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ ভারতে গত বছরের মার্চে পাম অয়েল আমদানির পরিমাণ ছিল লাখ ৩৬ হাজার ৩৯২ টন। অন্যদিকে চলতি বছরের মার্চে লাখ ২৬ হাজার ৪৬৩ টন পাম অয়েল আমদানি করে ভারত। সে হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের মার্চে ভারতে পাম অয়েল আমদানি ৫৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ভারতের সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) বলছে, দাম বেশি হওয়ায় চলতি বছর সূর্যমুখী তেল আমদানিকে নিরুৎসাহিত করেছেন ব্যবসায়ীরা। ফলে দেশটিতে পাম অয়েল আমদানি বেড়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

গত বছরের মার্চে ভারতের ভেজিটেবল অয়েল আমদানির মোট পরিমাণ ছিল লাখ ৫৫ হাজার ৪২২ টন। চলতি বছরের একই সময়ে দেশটিতে মোট ভেজিটেবল অয়েল আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে লাখ ৮০ হাজার ২৪৩ টনে। এর মধ্যে কেবল পাম অয়েলের পরিমাণই ছিল মোট আমদানির ৬০ শতাংশ।

এসইএর মতে, সূর্যমুখী তেলের দাম বেশি থাকায় চলতি বছরের মার্চে অতিরিক্ত পরিমাণ পাম অয়েল আমদানি করে ভারত। গত বছরের মার্চে ভারতের অপরিশোধিত পাম অয়েল আমদানির পরিমাণ ছিল লাখ ৯৫ হাজার ৫৭৭ টন। তবে মার্চে আমদানি বেড়ে দাঁড়িয়েছে লাখ হাজার ৫৩৩ টনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন