কলম্বিয়ার কফি উৎপাদন ৩৮% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের মার্চে ১০ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদন করেছে কলম্বিয়া, যার প্রতি ব্যাগে কফির পরিমাণ ছিল ৬০ কেজি। দেশটির ন্যাশনাল কফি ফেডারেশনের তথ্যমতে, গত বছরের একই সময়ে কলম্বিয়ার অ্যারাবিকা কফি উৎপাদনের পরিমাণ ছিল আখ হাজার ব্যাগ। সে হিসেবে চলতি বছরের মার্চে দেশটিতে -জাতীয় কফি উৎপাদন ৩০ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

দক্ষিণ আমেরিকার দেশটির গত ফেব্রুয়ারিতে কফি রফতানির পরিমাণ ছিল লাখ ৪৮ হাজার ব্যাগ। এর বিপরীতে গত মার্চে ১১ লাখ ৪০ হাজার ব্যাগ কফি রফতানি করে দেশটি। সে হিসেবে গত মাসে কলম্বিয়ার কফি রফতানি ২১ শতাংশ বেড়েছে।

ফেডারেশন বলছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বৈশ্বিক মহামারী করোনার প্রভাব তুলনামূলক কম ছিল। সে কারণে এর রফতানির পরিমাণ আগের চেয়ে বেড়েছে।

২০২০ সালে কোটি ৩৯ লাখ ব্যাগ ওয়াশড কফি উৎপাদন করে কলম্বিয়া, যা আগের বছরের তুলনায় শতাংশ কম। করোনার কারণে উৎপাদন কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন