সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

সর্বাত্মক লকডাউনের মধ্য দিয়ে পুঁজিবাজারে সীমিত পরিসরে লেনদেন চালু রয়েছে। লকডাউনের মধ্যেও দেশের উভয় পুঁজিবাজারে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  হাজার ৩৩১ পয়েন্টে। আগের দিন শেষে যা ছিল হাজার ৩১০ পয়েন্টে। সেই হিসাবে সূচক বেড়েছে দশমিক ৪০ শতাংশ। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস পয়েন্ট বেড়ে  হাজার ২১১ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন যা ছিল হাজার ২০৯ পয়েন্টে। সেই হিসাবে সূচকটি বেড়েছে দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে বাছাইকৃত কোম্পানির সূচক ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে  হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন যা ছিল হাজার ২৬ পয়েন্টে। সেই হিসাবে সূচকটি বেড়েছে দশমিক ৬৬ শতাংশ।

গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা। এতে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি, করপোরেট বন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ২০ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। এছাড়া ১৬ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রাইম ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আরডি ফুড, বে লিজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড লংকাবাংলা ফাইন্যান্স।

ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি দর কমেছে রহিমা ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মীর আখতার হোসাইন, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড জুট স্পিনার্সের।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক  পয়েন্ট বেড়ে  হাজার ১৭১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে  হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারদর। গতকাল সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন