২০২৭ সাল নাগাদ ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০২৭ সাল নাগাদ ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন হবে। আজ ডিসিসিআই আয়োজিত ওয়েবিনারে এসব তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের(বিএএএমএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইফাদ গ্রুপ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই) আয়োজিত অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট: প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ফিউচার প্রসপেক্টশীর্ষক ওয়েবিনার আজ সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিল্পমন্ত্রী সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

আজ ওয়েবিনারে মূল প্রতিবেদন উপস্থাপনায় তাসকিন আহমেদ বলেন, সরকারের নীতি অনুযায়ী বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০২১ হবে ৫ লাখ। এর দ্বিগুণ অর্থা ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন হবে ২০২৭ সালে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন