সৌদিগামী কর্মী

বিমানের টিকেট পেলেও ভিসা নিয়ে দুশ্চিন্তা

বণিক বার্তা অনলাইন

এক দিকে বিমানের টিকেট পেতে যুদ্ধ অন্যদিকে শেষ হয়ে আসছে ভিসার মেয়াদ। এমন অবস্থায় সৌদি যাওয়া দুশ্চিন্তায় পরেছেন প্রবাসী কর্মীরা। গতকালের মত রোববারও টিকিট প্রত্যাশীরা ভীড় করেছেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসের টিকিট কাউন্টারের সামনে।

রোববার সকাল থেকেই সৌদি এয়ারলাইনসের সামনে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। এসময় মনির হোসেন নামের একজন বণিক বার্তাকে বলেন, আমার ভিসার মেয়াদ ২১ তারিখ পর্যন্ত  কিন্তু বিমানের টিকেট বাতিল হয়ে গেছে। এখন দুশ্চিন্তায় ছি যদি এর মধ্যে ফ্লাইট না পাই তাহলে চাকরিতে জয়েন কঠিন হয়ে যাবে।

 

একই সমস্যায় হাবিবুর রহমান মামুন জানা, লকডাউনের কড়াকড়িতে ঢাকায় আসতে অনেক ঝামেলা পোহাতেত হয়েছেআমার ভিসার মেয়াদ গতকাল শেষ হয়েছে, বিমানের টিকেট ছিলো ১৫ তারিখ সেটাও বাতিল হয়েছে। এখন ভিসা ও টিকেট দু’টো নিয়েই দুশ্চিন্তায় আছি।

 

ফ্লাইটের এমন জটিলতা বুঝতে পেরে অনেককেই চেষ্টা কছেন ভিসার মেয়াদ বাড়াতে। কথা হয় এমন একজন ইব্রাহিম খান ছোটনের সাথে।  তিনি জানান,  রোববার আমার ভিসার মেয়াদ শেষ, ১৫ তারিখ ফ্লাইট ছিল।  যদি এই সমস্যা বেশিদিন চলে এমন শংকায় ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছি

তবে অনেকেই যথাসময়ে পেয়ে যাচ্ছেন বিমানের টিকেট। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন