ডিসেম্বরের পর সর্বোচ্চে স্বর্ণের দাম

বণিক বার্তা ডেস্ক

বন্ডের পুনর্মূল্যায়ন স্বর্ণের শীর্ষ ক্রেতা চীন আমদানি বাড়াতে পারে এমন আশায় আবারো বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। গত বছরের ডিসেম্বরের পর থেকে চলতি সপ্তাহে স্বর্ণের মূল্য সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। খবর ব্লুমবার্গ।

এর আগে কয়েক সপ্তাহব্যাপী কম মূল্যে বেচাকেনার পর শুক্রবার দুপুরে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক শতাংশ বেড়ে হাজার ৭৭৮ ডলার ১৭ সেন্টে পৌঁছে, যা চলতি সপ্তাহে শতাংশের মতো বেড়েছে। জুনে কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে স্বর্ণের দাম শূন্য দশমিক শতাংশ বেড়ে প্রতি আউন্স পৌঁছে হাজার ৭৮০ ডলার ২০ সেন্টে।

চলতি সপ্তাহে মুদ্রানীতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েলের পুনরাবৃত্তিও স্বর্ণের দরবৃদ্ধিতে সহায়তা করেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পাওয়েলের নীতি মার্কিন চীনা অর্থনীতির প্রবৃদ্ধিতেও প্রভাব রাখছে বলে ধারণা করা হয়। অন্যথায় এটি স্বর্ণের দাম হ্রাসে প্রভাব রাখতে পারত।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে শুক্রবার চীন ব্যাংকগুলোকে অধিক হারে স্বর্ণ আমদানির জন্য অনুমতি দেয়। মূলত স্থানীয় চাহিদা বৃদ্ধির ফলে অনুমতি দেয় দেশটি। ফলে দীর্ঘ ৫০ দিন পর স্বর্ণের মূল্য আবারো ঊর্ধ্বগতির দিকে চলতে শুরু করেছে।

ব্লুমবার্গের তথ্যানুসারে পরপর তিন মাস নিম্নমূল্যের পর স্বর্ণের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবারের পরই দাম বাড়তে শুরু করে। ফলে ব্যবসায়ীদের জন্য এটি ইতিবাচক দিক হিসেবে প্রতিফলিত হবে।

স্যাক্সো ব্যাংকের হেড অব কমোডিটিস ওলে হ্যানসন বলেন, মার্কিন ডলারের শক্তি হ্রাস ট্রেজারির পতনের কারণে স্বর্ণের দরবৃদ্ধিতে কিছুটা সহায়ক ভূমিকা পালন করেছে। অপরিশোধিত তেল কপারের সঙ্গে স্বর্ণের দাম আরো বেশি কমার ফলে অনুমানকারীদের জন্য ক্রয়ের নতুন নতুন ইঙ্গিত দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন