ইস্পাতের চাহিদা বৃদ্ধি

১০ বছরের সর্বোচ্চে আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

চীনে শুক্রবারই বাড়তে শুরু করেছে আকরিক লোহার দাম। দেশটির পরিবেশগত বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও দরবৃদ্ধি অব্যাহত থাকে। খবর মাইনিংডটকম।

গত মাসে চীনের শীর্ষ ইস্পাত নির্মাতা শহর তাংশান কর্তৃপক্ষ পরিবেশগত বিধিনিষেধ পালন না করায় বেশ কয়েকটি ইস্পাত নির্মাণ কারখানাকে জরিমানা করে। দূষণ নিরোধ পরিকল্পনা অনুসারে পদক্ষেপ না নেয়া উত্তর চীনে ভারি ধোঁয়া নির্গমন করার দায়ে এসব কারখানাকে জরিমানা করা হয়।

ফাস্টমার্কেট মেটাল বুলেটিনের তথ্যানুসারে, শুক্রবার উত্তর চীনে ৬২ শতাংশ ফি ফাইনস (সিএফআর কিংডাও) আকরিক লোহার বেঞ্চমার্ক টনপ্রতি দাঁড়িয়েছিল ১৭৮ ডলার ৪৩ সেন্টে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ দাম বলে মন্তব্য করেছে বেঞ্চমার্ক মেটাল বুলেটিন। অন্যদিকে উচ্চমানের ব্রাজিলিয়ান ইনডেক্স (৬৫ শতাংশ ফি ফাইনস) টনপ্রতি ২১১ ডলার ১০ সেন্টে অগ্রিম দাম নির্ধারণ করা হয়েছে। এটিও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দাম স্পর্শ করেছে।

অর্থনৈতিক পণ্য বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজির কমোডিটিস স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন জানান, মুহূর্তে চীনে ইস্পাতের দাম খুব আকর্ষণীয় অবস্থায় আছে। যদিও তাংশানে নানা প্রতিবন্ধকতা চালু রয়েছে, তবে অন্য উৎপাদনকারীরা তাদের পরিচালন সক্ষমতা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্যাটারসন আরো বলেন, ভারি ধোয়া নির্গমন কমিয়ে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা উচ্চমানের আকরিক লোহার চাহিদা বৃদ্ধির পক্ষে সহায়তা করবে, যা ইস্পাতের মান বৃদ্ধিতেও প্রতিফলন রাখবে। সম্প্রতি এর চাহিদাও বাড়ছে।

জেপি মরগান বিশ্লেষক লিন্ডন ফাগান বলেন, দেশব্যাপী পরিদর্শনের কথা বলা হলেও আমরা বিশ্বাস করি অন্যান্য অঞ্চলেও উৎপাদন শুরু করা হবে। বিশেষ করে ইস্পাত উৎপাদন দরবৃদ্ধিতে তা ভূমিকা রাখবে।

ইনডেক্স বক্স অনুসারে, চলতি বছর বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা বাড়বে অন্তত দশমিক শতাংশ, যা পরবর্তী বছলগুলোতেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাছাড়া শীর্ষ উৎপাদন খনিগুলো থেকে চালান বন্ধ হয়ে যাওয়ার কারণেও দরবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

গোল্ডম্যান স্যাকস জানায়, ব্রাজিল থেকে আকরিক লোহা রফতানি বৃদ্ধির ফলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে আকরিক লোহা উদ্বৃত্ত থাকবে। অন্যদিকে ব্যাংক বিশ্লেষকরা বলছেন, বছরের চতুর্থ প্রান্তিকে টনপ্রতি আকরিক লোহার দাম ১১০ ডলারে পৌঁছবে এবং আগামী বছর তা টনপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন