স্পেসক্রাফট তৈরিতে নাসার সঙ্গে স্পেসএক্সের চুক্তি

বণিক বার্তা ডেস্ক

২০২৪ সালের মধ্যে চাঁদে নভোচারীদের পৌঁছে দিতে স্পেসক্রাফট তৈরি করতে ইলোন মাস্কের স্পেসএক্সের সঙ্গে ২৯০ কোটি ডলারের একটি চুক্তি করেছে নাসা। এর মাধ্যমে ইলোন মাস্ক জেফ বেজোসের ব্লু অরিজিনকে পরাজিত করে চুক্তি জিতেছেন। খবর রয়টার্স।

১৯৭২ সালের পর মানবজাতিকে পুনরায় চাঁদে অবতরণ করানোর উদ্দেশ্যে কাজে নেমেছেন বিশ্বের শীর্ষ দুই ধনকুবের বেজোস মাস্ক। চুক্তিতে মাস্কের স্পেসএক্স একাই নিলামে অংশগ্রহণ করে। অন্যদিকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস ব্লু অরিজিন লকহিড মার্টিন করপোরেটেড, নরথ্রপ গ্রুম্যান করপোরেটেড ড্র্যাপারের সঙ্গে অংশীদার হয়েছিল। চুক্তির ঘোষণার পর এক টুইট বার্তায় ইলোন মাস্ক লেখেন, নাসা রুলস।

আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে নাসা প্রথমবারের মতো বাণিজ্যিক হিউম্যান ল্যান্ডার নির্মাণের জন্য চুক্তি করে। নাসা জানায়, ল্যান্ডার আমেরিকার দুজন নভোচারীকে লুনার সারফেসে নিয়ে যাবে। ভিডিও কনফারেন্সে চুক্তির ঘোষণা দেয়ার সময় নাসার ভারপ্রাপ্ত নির্বাহী স্টিভ বলেন, চাঁদে অবতরণের দ্বিতীয় সাফল্য অর্জনে আমাদের দ্রুতই এগিয়ে যেতে হবে।

টুইটারে এক বার্তায় স্পেস এক্স জানায়, মহাশূন্যে মানবজাতির বিচরণের নতুন যুগের সৃষ্টিতে নাসাকে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন