শিকাগোয় পুলিশের গুলিতে ১৩ বছরের কিশোর হত্যার ভিডিও প্রকাশ

বণিকবার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের শিকাগোয় এক পুলিশ অফিসারের গুলিতে ১৩ বছরের কিশোর নিহত হওয়ার ভিডিও প্রকাশ করেছে দেশটির পুলিশ। অন্ধকার গলির ভিডিওটি গ্রাফিক্স ফুটেজ বলে জানিয়েছে বিবিসি।

গত ২৯ মার্চ শিকাগোর একটি অন্ধকার গলিতে পুলিশের গুলিতে অ্যাডাম টোলিডো নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়। ওই ঘটনায় পুলিশ অফিসারের শরীরে থাকা বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো। 

ফুটেজে দেখা যায়, পুলিশ গুলির আগে, ‘ওটা ফেলে দাও’ বলে চিৎকার করছে। যদিও ভিডিওতে ছেলেটির হাতে কোনো অস্ত্র দেখা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

এরপর পুলিশ ছেলেটি পরে থাকা জায়গায় একটি পিস্তল দেখায়। তার কাছে কোনো অস্ত্র ছিল না বলে দাবি করছে অ্যাডামের পরিবার। এ ঘটনার তদন্তের অংশ হিসেবে ৯ মিনিটের এই ভিডিও প্রকাশ করে পুলিশ। 

বৃহস্পতিবার এ ঘটনার পর শিকাগো শহরের মেয়র সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তবে, এরপরেও শহরের বেশকিছু জায়গায় ছোট বড় বিক্ষোভ করতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন