শ্রীলংকায় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক

শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট দল নেগোম্বোর শহরতলী কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে টেস্ট সিরিজ সামনে রেখে আজ প্রথমদিনের মতো অনুশীলন করেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা  

নেগোম্বোর হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে আজ থেকে স্বাস্থ্য বিধি মেনে দুইদিনের অনুশীলন শুরু করেন মুমিনুল তার সতীর্থরা ১৭ ১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল এরপর ক্যান্ডি যাত্রা ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ২১ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, একই মাঠে পরের টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল

এই সফরে স্বাগতিক কোনো দলের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ নেই মুমিনুলদের তাই নিজেদের মধ্যেই খেলবে সফররত বাংলাদেশ দল এমনকি সফরে কোনো নেট বোলারও দিচ্ছে না লংকান বোর্ড, তাই ২১ জনের বিরাট বহর নিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে 

২০১৭ সালে শ্রীলংকায় নিজেদের সর্বশেষ সফরে শততম টেস্ট ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন