২৬১ বছরের ব্রিটিশ কোম্পানি বাঁচানোর দায়িত্ব নিলেন আম্বানি

বণিক বার্তা অনলাইন

২৬১ বছর পুরনো ব্রিটিশ খেলনা নির্মাণ প্রতিষ্ঠান হ্যামলেসকে বাঁচানোর দায়িত্ব নিলেন এশিয়ার শীর্ষধনী ভারতের মুকেশ আম্বানি মহামারীর এই সময়ে ভারতজুরে পাঁচশতাধিক শাখা খুলে শিশুদের খেলনা বিক্রি শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন আম্বানি রিলায়েন্স লিমিডেটের প্রধান নির্বাহী দর্শন মোহতা খবর এনডিটিভি

১৭৬০ সালে উইলিয়াম হ্যামলের গড়া প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে লাভের মুখ তো দেখেনি বরং ২০১৯ সালে ৯০ লক্ষ পাউন্ড ক্ষতি গুণতে হয় ওই বছরই চার কোটি ৯০ লক্ষ ডলার দিয়ে হ্যামলেস কিনে নেন আম্বানি দর্শন মোহতা মনে করেন, এক সময়ের ব্রিটিশ কলোনি ভারতে এশিয়ার শীর্ষধনীর হাত ধরে পূর্ণজন্ম নেবে হ্যামলেস দেশটিতে খোলা হবে পাঁচশর বেশি দোকান এর পাশাপাশি ইউরোপ দক্ষিণ আফ্রিকার বাজার ধরার লক্ষ্যে খুব শিগগরই কাজ শুরু করবে বলে জানিয়েছেন মোহতা

ভারতের জনসংখ্যার কথা মাথায় রেখে শিশুদের খেলনা নির্মাণ প্রতিষ্ঠানটি বিশাল বাজার তৈরির কথা ভাবছে এক প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে শিশুদের খেলনার প্রায় ৯০ মিলিয়ন ডলারের বাজার রয়েছে অন্যদিকে ভারতের জনসংখ্যা ১৪০ কোটি যার প্রায় ২৭ শতাংশের বয়স ১৪ বছরের নিচে অথচ বিশ্ব বাজারের মাত্র শতাংশ খেলনা বিক্রি হয় ভারতে তার দেশে এই ব্যবসা ফুলে ফেঁপে উঠতে পারে বলে মনে করছেন আম্বানি

ভারতে হ্যামলেসের দোকানগুলো খেলনা বিক্রির পাশাপাশি উত্সবে রূপ নেবে বলে প্রত্যাশা তাদের শপগুলোতে খেলনা কার রেসিং এর ব্যবস্থা থাকবে থাকবে মডেল ট্রেন শিশুরা খেলনা কেনার পাশাপাশি নানান খেলায় অংশও নিতে পারবে মহামারীর এই সময়ে হ্যামলেস ঘরবন্দী শিশুদের বিনোদন মানসিক বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন তারা 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন