উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজির মাঠে বায়ার্নের অগ্নিপরীক্ষা আজ

বণিক বার্তা অনলাইন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে - গোলের ব্যবধানে হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আজ প্যারিসে দ্বিতীয় লেগে খেলা ম্যাচটি জার্মানদের জন্য অগ্নিপরীক্ষার শুধু জিতলেই হবে না, অনেক সমীকরণও মেলাতে হবে তাদের

বাভারিয়ানরা যদি - গোলে পিএসজিকে হারায়, তবে কোনো লাভ হবে না, পিএসজিই উঠে যাবে সেমিফাইনালে কেননা, সেক্ষেত্রে দুই লেগ মিলিয়ে গোল ব্যবধান হবে - এবং অ্যাওয়ে গোল বেশি করার সুবিধা নিয়ে পিএসজিই পাবে সেমিফাইনালের টিকিট

বায়ার্ন যদি - গোলের ব্যবধানে জিতে যায়, তাতেও লাভ হবে না কেননা, তখনও অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকার সুবাদে বিদায় নেবে বায়ার্ন মিউনিখ! আর - গোলে জিতলে? সেক্ষেত্রে দুই লেগ মিলিয়ে দুই দলের গোল ব্যবধান হবে - হোম অ্যান্ড অ্যাওয়ে গোলও হবে সমান সমান তখন খেলা গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে, তখনো মীমাংসা না হলে সাহায্য নেয়া হবে টাইব্রেকারের

কিন্তু বায়ার্ন যদি দুই কিংবা তার বেশি গোলের ব্যবধানে জিতে যায় তবে আর কোনো সমীকরণ মেলাতে হবে না, সরাসরি শেষ চারের টিকিট পেয়ে যাবে জার্মান চ্যাম্পিয়নরা

প্রথম লেগে আধিপত্য করেও হেরেছে বায়ার্ন ওই ম্যাচে পিএসজির গোলমুখে ৩১টি শট নেয় বাভারিয়ানরা তাদের মতো চ্যাম্পিয়ন দলের জন্য আজ অবিশ্বাস্য ফল বের করে নেয়া অসম্ভব না তবে এজন্য পিএসজির মাঠে আরো নিখুঁত ফিনিশিং চাই বাভারিয়ানদের

পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্কই তিনি বলেন, আমার কাছে মনে হয়, যেকোনো কিছুই ঘটতেপারে বায়ার্ন মুহূর্তে বিশ্বের সেরা দল দলটির জন্য আমার সীমাহীন শ্রদ্ধা রয়েছে, কিন্তু একই সঙ্গে নিজেদের শক্তি সামর্থ্যের ওপরও আমার বিশ্বাস রয়েছে আমরা জানি যে, ম্যাচটি জয়ের কথাই আমাদের ভাবতে হবে

আজকের এই অগ্নিপরীক্ষা নিয়ে কী ভাবছেন বায়ার্ন কোচ হ্যানসি ফ্লিক? তার কথায়, জানি আমাদের ন্যূনতম দুই গোল করতে হবে এটা কঠিন কাজ, যদিও এমন ম্যাচ খেলতে আমরা অভ্যস্ত প্যারিসে অঘটন ঘটাতে চাই যদি সেটা করতে পারি তবে তা আমাদের জন্য বিরাট আনন্দের কারণ হবে

আজ আরেক ম্যাচে ঘরের মাঠে ইংলিশ ক্লাব চেলসি খেলবে পর্তুগিজ দল এফসি পোর্তোর বিপক্ষে প্রথম লেগটা - গোলের ব্যবধানে জেতায় সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে চেলসি

আগামীকাল বুধবার কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচের দ্বিতীয় লেগের খেলা লিভারপুল ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামছে গত সপ্তাহে রিয়ালের মাঠে - গোলে হরে এসেছে ইয়ুর্গেন ক্লোপের দল মাদ্রিদে করা একটি গোলই আশা দেখাচ্ছে অল রেডদের তারা যদি - গোলে জিততে পারে, তবে সেমিতে তারাই উঠবে কিন্তু ঘরের মাঠে কোনো গোল হজম করলে সমীকরণ অন্যরকম হয়ে যাবে

আগামীকাল আরেক ম্যাচে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি প্রথম লেগে পেপ গার্দিওলার সিটি জিতেছে - গোলের ব্যবধানে

উয়েফা ডটকম বিবিসি

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন