বগুড়া জেলা প্রতিষ্ঠার ২০০ বছর আজ

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

জেলা হিসেবে ২০০ বছরে পদার্পণ করেছে বগুড়া। জেলার ২০০ বছরপূর্তি উদযাপিত হবে আজ। উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বগুড়া ইতিহাস চর্চা পরিষদ। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালিত হবে। বেলা সাড়ে ১১টায় ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর আলোচনা সভা ২০০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত বগুড়া কথা স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

গতকাল বগুড়া শহরের অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডা. সিএম ইদরিস কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০ বছর আগে ১৮২১ সালের ১৩ এপ্রিল বগুড়া জেলা গঠনের সরকারি আদেশ জারি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা ডা. মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, সহসভাপতি মতিউল ইসলাম সাদী, মো. রাজিউল্লাহ, অ্যাডভোকেট শের আলী, রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, নির্বাহী সদস্য জিয়াউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন