করোনার প্রকোপে কমেছে ভারতের রাবারের দাম

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর প্রভাবে পরপর দুই সপ্তাহ ধরে কমেছে ভারতীয় রাবারের দাম। কভিড-১৯ মহামারীতে রাবারের চাহিদা কমে যাওয়ায় গতকাল শিল্পপণ্যটির দামে সামান্য পরিবর্তন এসেছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি অপরিবর্তিত থাকলে সামনের দিনগুলোতে রাবারের দাম আরো কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর ইকোনমিক টাইমস।

মুম্বাই কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) রাবারের এপ্রিলে সরবরাহ মূল্য দশমিক ৫৮ শতাংশ হ্রাস পায়। প্রতি ১০০ কেজি রাবারের দাম নির্ধারিত হয় ১৬ হাজার ৫১০ টাকায়। দাম কমেছে প্রায় ২৮৭ রুপি।

দরপত্র অনুযায়ী, এমসিএক্সে ৩০ এপ্রিল প্রতি ১০০ কেজি রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য নির্ধারিত হয় ১৬ হাজার ৪১৩ থেকে ১৬ হাজার ৭০০ রুপিতে। যদিও এর আগে সর্বোচ্চ ১৬ হাজার ৬০৭ রুপি নির্ধারিত হয় প্রতি ১০০ কেজি রাবারের দাম।

অন্যদিকে রাবারের আগামী মে মাসে সরবরাহ মূল্য দশমিক ১১ শতাংশ হারে কমেছে ১৮৬ টাকা। অর্থাৎ ভবিষ্যৎ সরবরাহ বাজারে পণ্যটির মূল্য কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০০ রুপি।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাজারে রাবারের চাহিদা কমে গেছে। ফলে চলতি সপ্তাহে শিল্পপণ্যটির দামে প্রভাব পড়েছে। বর্তমান পরিস্থিতিও মূল্যবৃদ্ধির পক্ষে সহায়ক। তাই সামনের দিনগুলোতেও বাড়তে পারে রাবারের দাম।

এদিকে স্পট মার্কেটের সীমিত সরবরাহের ফলে শিল্পপণ্যটির বাজারমূল্য বেড়েছে। স্পট মার্কেটে কুইন্টালপ্রতি রাবারের দাম ১৯ রুপি বেড়েছে। আর দশমিক ১১ শতাংশ হারে রাবারের মোট দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৩ রুপি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন