দ. আফ্রিকার ভুট্টা উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা

বণিক বার্তা ডেস্ক

২০২০-২১ বিপণনবর্ষে দক্ষিণ আফ্রিকার ভুট্টা উৎপাদন শতাংশ বাড়ার প্রত্যাশায় দেশটির ভুট্টাচাষীরা। অনুকূল আবহাওয়া আগের বছরের তুলনায় বেশি পরিমাণ জমিতে ভুট্টার চাষাবাদ বাড়ায় এমন প্রত্যাশা তাদের। খবর রয়টার্স।

দক্ষিণ আফ্রিকার শস্য প্রাক্কলন কমিটির (সিইসি) পূর্বাভাসে চলতি সেশনে দেশটিতে কোটি ৬২ লাখ ৮৯ হাজার টন ভুট্টা উৎপাদনের প্রত্যাশা রয়েছে। দেশের বৃহৎ পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের দেয়া পরিসংখ্যানের ভিত্তিতে এমনটাই প্রত্যাশা সিইসির। যদিও ২০১৯-২০ মৌসুমে দেশটিতে ভুট্টা উৎপাদনের পরিমাণ ছিল সাকল্যে কোটি ৫৩ লাখ টন। সে হিসেবে চলতি বিপণনবর্ষে দক্ষিণ আফ্রিকার ভুট্টা উৎপাদন বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

দক্ষিণ আফ্রিকার এগ্রিকালচারাল বিজনেস চেম্বারের প্রধান অর্থনীতিবিদ ওয়ান্ডাইলশিলবো বলেন, ভুট্টা চাষের জমি বৃদ্ধি এবং অঞ্চলের চমত্কার আবহাওয়ায় দেশটির ভুট্টা উৎপাদনের পক্ষে সহায়ক। দুই কারণে চলতি সেশনেও দক্ষিণ আফ্রিকার ভুট্টা উৎপাদন আগের মৌসুমের তুলনায় অনেকটাই বাড়বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন