১২ ও ১৩ এপ্রিল ব্যাংকিং লেনদেন তিন ঘন্টা

নিজস্ব প্রতিবেদক

এক সপ্তাহের লকডাউন শুরু হওয়ার পর থেকে ব্যাংকে লেনদেন হয়েছে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আগামী দু’দিনের জন্য লেনদেনের এ সময়সীমা বর্ধিত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণা অনুযায়ি, আগামীকাল ১২ এপ্রিল এবং পরের দিন ১৩ এপ্রিল ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ হিসেবে আগামী দু’দিন ব্যাংকে লেনদেন হবে তিন ঘন্টা করে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন