গ্রিসে অভিজ্ঞ সাংবাদিক হত্যা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

গ্রিসের রাজধানী এথেন্সে শুক্রবার নিজ বাসভবনের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন প্রতিথযশা সাংবাদিক জর্জোস কারাইভাজ। এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কারাইভাজ গ্রিসের স্টার টিভি ও নিউজ ব্লগ সাইট ব্লোকোতে কাজ করতেন। শুক্রবার দুজন বন্দুকধারী তার বাসভবনের সামনে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে ছয়টা গুলি করে। গ্রিস সরকারের একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনা আমাদের হতবাক করে দিয়েছে।

মিডিয়া ফ্রিডম অর্গানাইজেশনের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়েছে, জর্জোস কারাভাইজ দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে রিপোর্ট করত। এ কথা স্পষ্ট যে, কাজের কারণেই তাকে হত্যা করা হয়েছে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ডের লেয়ান এই হত্যাকে ঘৃণিত ও কাপুষোচিত হিসেবে অখ্যায়িত করেছেন।

ঘটনাস্থল থেকে পুলিশ এক ডজনের মতো গুলির খোসা উদ্ধার করেছে। পুলিশ বলছে, নিঃসন্দেহে এটি পেশাদার খুনীদের কাজ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন